মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন ও অভিযোগ

মো. ফাহিম সরকার

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:৫৬ পিএম

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন ও অভিযোগ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুর উপজেলার নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খানপুর ইউনিয়নের নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জামাল হোসেন, স্থানীয় বাসিন্দা মানিক উদ্দিন, মামুন কবির, তৈহুরুল ইসলাম সহ অনেকে। বক্তারা জানান, বন বিভাগের খালি এই জমিতে বহু বছর ধরে শিশু-কিশোররা খেলাধুলা করত এবং পরবর্তীতে এটি নিয়মিত খেলার মাঠে পরিণত হয়। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গাটি দখলের চেষ্টা করছে।

মানববন্ধন শেষে নটকুমারী একতা যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, প্রায় এক যুগ আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী মাঠের সীমানা নির্ধারণ করেছিলেন। কিন্তু বর্তমানে কয়েকটি পরিবার সেখানে আম, কাঁঠাল ও ইউক্যালিপটাস গাছ রোপণ করে এবং বাড়ির প্রাচীর নির্মাণ করে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, খেলাধুলার জন্য গাছের ডাল কাটতে গেলে দখলদাররা বাধা দেয়, অশালীন ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকিও প্রদান করে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ এলাকাবাসী স্বাক্ষ্য দিয়েছেন। গ্রামবাসী ও যুব সমাজ অবিলম্বে তদন্ত সাপেক্ষে মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য খেলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।