অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) প্রতি কেজি আটা ২৪ টাকা দরে মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ মার্কেটের (কক্ষ নং- A8) এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন ওএমএস-এর ডিলার মো. মোজাহার আলী, আটা কিনতে আসা নিম্ন আয়ের মানুষ এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম জানান, খোলা বাজারে প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম আজ থেকে চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি আটা কিনতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে উপজেলার দুটি পয়েন্টে মোট ১ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। সরকারি ছুটির দিন এই কার্যক্রম বন্ধ থাকবে।