মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তানজিদ তামিমের ফিফটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৫৫ পিএম

তানজিদ তামিমের ফিফটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

ছবি - সংগৃহীত

সিলেটে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথমে বোলিংয়ে নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানে অলআউট করার পর ব্যাট হাতে ১০৪ রানের লক্ষ্য ৪১ বল হাতে রেখেই সহজেই পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ের মূল কারিগর ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম।

লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন। ২৩ রান করে ইমন ফিরে গেলেও তানজিদ তামিম দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন। তিনি তার ৫৪ রানের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছক্কায়। অন্যদিকে, অধিনায়ক লিটন দাস ১৮ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে দুটি ছক্কা হাঁকিয়ে তানজিদ তামিম এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ২৩টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েন। এই রেকর্ডে তিনি সতীর্থ পারভেজ হোসেন ইমনকে পেছনে ফেলেন, যিনি চলতি বছর ২২টি ছক্কা মেরেছেন।

এর আগে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে নেদারল্যান্ডস দাঁড়াতেই পারেনি। নাসুম আহমেদ একাই তিনটি উইকেট নিয়ে ডাচদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার সঙ্গে সমান তালে উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, যারা প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত, যিনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই ম্যাচে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডও গড়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।