সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:৫৩ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগের এক রোমাঞ্চকর ম্যাচে অ্যানফিল্ডে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করেছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে অল রেডসরা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের এক তীব্র লড়াই চলে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। মাঝমাঠের দখল নিয়ে উভয় দলই সমান তালে খেলেছে। ম্যাচের শুরুতেই আর্সেনালের উইলিয়াম সালিবা ইনজুরির কারণে মাঠ ছাড়লে দলের রক্ষণভাগে কিছুটা চাপ সৃষ্টি হয়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি একই রকম ছিল। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে বেশ কিছু সুযোগ তৈরি করে, কিন্তু কোনোটিই সফল হয়নি। ম্যাচের ৮৩ মিনিটে লিভারপুল ২৫ গজ দূর থেকে একটি ফ্রি-কিক পায়। ডমিনিক সোবোসলাইয়ের নেওয়া শটটি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এই গোলের পর আর্সেনাল সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা করলেও লিভারপুলের দৃঢ় রক্ষণ তা সফলভাবে প্রতিহত করে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।