মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চট্টগ্রামে হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:১৫ পিএম

চট্টগ্রামে হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলা করা হয়েছে। আদালত এই মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দিয়েছে।

মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে এম নুরুল্লাহ। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে এই আবেদন করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন চলার সময় বাদী গুলিবিদ্ধ হন। এজাহারে আরও উল্লেখ করা হয়, হাসিনার আদেশে এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজনের পরিকল্পনা ও নির্দেশে 'পুলিশ-আওয়ামী সন্ত্রাসীরা' নির্বিচারে গুলি চালায়। বাদী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় এবং আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগায় মামলা করতে দেরি হয়েছে।

মামলার এজাহারে ১৮২ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউল আহসান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রমুখ। এছাড়াও এই তালিকায় সাবেক নির্বাচন কমিশনার এবং বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী ব্যক্তিত্বদের নাম রয়েছে।