মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তানজিদ-পারভেজের রেকর্ড ভাঙা ম্যাচে সিরিজ জিতল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৫৪ পিএম

তানজিদ-পারভেজের রেকর্ড ভাঙা ম্যাচে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ড ভাঙার ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দাপুটে জয়ের মাধ্যমে টাইগাররা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

এই ম্যাচটি শুধু সিরিজ জয়ের জন্য নয়, দুই ওপেনারের রেকর্ড গড়ার জন্যও স্মরণীয় হয়ে থাকবে। প্রথমে ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। তবে তার সেই রেকর্ড বেশিক্ষণ টেকেনি। ১২তম ওভারে আরেক ছক্কা মেরে সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম। বর্তমানে ২০২৫ সালে তানজিদের ছক্কার সংখ্যা ২৩টি, আর পারভেজের ২২টি।

নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি দারুণ সূচনা করে। ৪০ বলে ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার সাহায্যে ৫৪ রানের এক অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৩ বলে ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক লিটন কুমার দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৪১ বল হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া ২ উইকেট করে নেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।