মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ভারত ছেড়ে বিদেশি লিগে খেলতে চান তারকা স্পিনার অশ্বিন

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:২০ এএম

ভারত ছেড়ে বিদেশি লিগে খেলতে চান তারকা স্পিনার অশ্বিন

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেওয়া ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবার দেশের বাইরে ক্রিকেট খেলতে চান। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তিনি আয়োজকদের সঙ্গে কথা বলছেন। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ক্রিকবাজের খবর অনুযায়ী, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে অশ্বিনের আলোচনা বেশ এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টের নিলামে অংশ নেবেন তিনি। এ বিষয়ে ক্রিকবাজকে অশ্বিন বলেন, ‘হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে কিনবে।’ এ বছর আইপিএলের মতোই নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলভুক্ত করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে, একমাত্র আম্বাতি রাইডু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে এই লিগে খেলেছিলেন। অশ্বিন যদি নিলামে দল পান, তবে তিনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই লিগে খেলার সুযোগ পাবেন। এছাড়া, ক্রিকবাজের সূত্র অনুযায়ী, আমেরিকার মেজর লিগ ক্রিকেট এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও তার খেলা প্রায় নিশ্চিত। সেসব টুর্নামেন্টে তাকে ক্রিকেটার হিসেবে খেলার পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে।