সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৩৫ পিএম
সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। আর টাইগার অধিনায়ক লিটন কুমার দাসের এই সিদ্ধান্তের মান রাখলেন বোলাররা, বিশেষ করে স্পিনার নাসুম আহমেদ। মাত্র ২ বলে ২ উইকেট নিয়ে ম্যাচের শুরুতেই সফরকারীদের চাপে ফেলেছেন তিনি।
বাংলাদেশকে উইকেট পেতে তৃতীয় ওভার পর্যন্ত অপেক্ষা করতে হলেও, ফল ছিল সুমিষ্ট। আক্রমণে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া উইকেট শিকার করেন নাসুম আহমেদ। প্রথমে তিনি ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউডকে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন। এরপর তার পরের বলে তেজা নিদামানুরু ব্যাকওয়ার্ড পয়েন্টে পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েন। এই দুই দ্রুত উইকেটের পতনে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপে বড় ধরনের ফাটল ধরে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, ১০ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ৬ উইকেটে ৬২ রান। বাংলাদেশের একাদশে এই ম্যাচে দুটি পরিবর্তন আনা হয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। অন্যদিকে, নেদারল্যান্ডস দলে একটি পরিবর্তন করে টিম প্রিঙ্গলের জায়গায় সিকান্দার জুলফিকারকে নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনগুলো তাদের ব্যাটিং বিপর্যয় ঠেকাতে পারেনি।