বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

Oppo Find X8 Ultra : পাতলা ডিজাইনের শক্তিশালী ক্যামেরার ফ্ল্যাগশিপ!

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪৬ পিএম

Oppo Find X8 Ultra : পাতলা ডিজাইনের শক্তিশালী ক্যামেরার ফ্ল্যাগশিপ!

ছবি- সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী স্পেসিফিকেশন ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। এটি হবে একটি পাতলা ও হালকা আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন, যা আগামী মার্চের মধ্যেই বাজারে আসতে পারে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

টিপস্টার 'ডিজিটাল চ্যাট স্টেশন'-এর তথ্য অনুযায়ী, Oppo Find X8 Ultra হতে চলেছে প্রথম চীনা আল্ট্রা-ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ, যেখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। যেখানে প্রতিদ্বন্দ্বী Xiaomi 15 Ultra এবং Vivo X200 Ultra-এর মতো ফোনে মাইক্রো-কোয়াড-কার্ভড স্ক্রিন থাকবে বলে জানা গেছে, সেখানে Find X8 Ultra-এর ফ্ল্যাট স্ক্রিন ভিন্ন অভিজ্ঞতা দেবে। ওপ্পোর প্রোডাক্ট ম্যানেজারও জানিয়েছেন যে, কোম্পানি এই বছর স্লিম ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ৬.৮ ইঞ্চির 2K OLED প্যানেল। এতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে Hasselblad ব্র্যান্ডেড কোয়াড-ক্যামেরা সেটআপ। এছাড়াও, ফোনটিতে একটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে।