বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

দাবি মেনে উত্তরা ইপিজেড উৎপাদনে ফিরছে: শ্রমিকদের স্বস্তি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:২৪ পিএম

দাবি মেনে উত্তরা ইপিজেড উৎপাদনে ফিরছে: শ্রমিকদের স্বস্তি

ছবি - সংগৃহীত

শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নেওয়ার পর অবশেষে নীলফামারীর উত্তরা ইপিজেড দুই দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে অন্যান্য কারখানাগুলো খুলবে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা এভারগ্রিন প্রোডাক্ট (বিডি) লি. কারখানাটি খুলবে আগামী শনিবার। দীর্ঘদিনের আন্দোলন ও উত্তেজনার পর এই সিদ্ধান্তে সারাদেশ-এর শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ, কারখানা ও বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকাংশ দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে এবং এভারগ্রিন কোম্পানির সঙ্গে বেপজা কর্তৃপক্ষের একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হবে।

গত তিন দিন ধরে এভারগ্রিন বিডি কারখানার শ্রমিকরা তাদের ২৩ দফা দাবিতে আন্দোলন করছিল। গত সোমবার রাতে কারখানা ছুটি ঘোষণার পর মঙ্গলবার সকালে অন্যান্য কারখানার শ্রমিকদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এর জেরে পুলিশ, সেনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত আটজন শ্রমিক গুলিবিদ্ধ হন এবং হাবিব নামে এক শ্রমিক নিহত হন। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে বেপজা কর্তৃপক্ষ ইপিজেডের সব কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করে।

নিহত শ্রমিক হাবিবের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানি আইন অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে। জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই, বেতন কাটা বা চাপ প্রয়োগ করা যাবে না। জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম বলেন, দীর্ঘ আলোচনার পর বেপজা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ প্রদানে আশ্বস্ত করেছে।

এই ঘটনায় বেপজা নির্বাহী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান জানান, নিহত হাবিবের পরিবার কোনো দাবি জানায়নি এবং তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।