বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেলিম রেজার নেতৃত্বে র‍্যালি

ফাতিমা আক্তার মিম

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৮ পিএম

রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেলিম রেজার নেতৃত্বে র‍্যালি

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

মেডিকেল মোড় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‍্যালিটি রাজাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাসে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী পাঁচ কেন্দ্রীয় নেতার ঐক্যবদ্ধ ব্যানারে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালী ব্যবস্থার কবল থেকে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে বহুদলীয় গণতন্ত্রের পথচলা শুরু করেছিলেন।” তিনি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। অথচ কিছু মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান যাকে ঝালকাঠি-১ আসনে মনোনয়ন দেবেন, তারা সবাই তার পক্ষে কাজ করবেন।

সেলিম রেজা উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা তারেক রহমানের দেওয়া ৩১ দফার বার্তা পরিবার ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, “রাজনীতি আমার কাছে কোনো পেশা নয়, জনগণের সেবা করার এক অঙ্গীকার।”

আলোচনা সভায় মনোনয়ন প্রত্যাশী অন্য পাঁচ কেন্দ্রীয় নেতা, উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা বক্তব্য দেন।