বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

খুলনায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৩৫ পিএম

খুলনায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর

ছবি - সংগৃহীত

খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, ভাঙচুরের পর পার্টি অফিসের সব মালপত্র লুটপাট করা হয়েছে, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, 'হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল এমনকি সাইনবোর্ডে ব্যবহৃত লোহালক্কড়ও লুটপাট করে নিয়ে গেছে।' তবে এই মুহূর্তে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে তিনি জানান।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ এক বিজ্ঞপ্তিতে দাবি করেন, তাদের বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুঁড়িয়ে দেয়। তিনি আরও বলেন, ভাঙচুরের পর জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে দেশি অস্ত্র, রড, শাবল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে, যা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়।

গণ অধিকার পরিষদ তাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে নেতাকর্মীরা জাপা চেয়ারম্যান জি এম কাদের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ করেন এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, 'বিকেলে গণ অধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।'

উল্লেখ্য, এর আগেও গত ৩০ আগস্ট গণ অধিকার পরিষদের একটি মিছিল থেকে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল, তবে সেদিন পুলিশের বাধায় তারা পিছু হটেছিল।