মো: ফাহিম সরকার
আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি- সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আসিদুল নামে এক অদ্ভুত যুবকের দেখা মিলেছে। কাঁচা সাপ, ব্যাঙ, গুইসাপ, টিকটিকি এমনকি বালি খেয়ে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়রা এখন তাকে “ভাইরাল টারজান” নামে চেনে।
ভাইরাল হওয়ার পর তার বাড়িতে ভিড় জমাচ্ছেন নানা কনটেন্ট ক্রিয়েটর ও কৌতূহলী মানুষজন। আশেপাশের এলাকা থেকেও প্রতিদিন অনেক দর্শনার্থী আসছেন তাকে এক নজর দেখতে।
আসিদুল ইসলাম জানান, কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে স্ত্রীর করা মামলায় তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হন। সেই সময় জীবিকা নির্বাহের জন্যই এ ধরনের কাঁচা প্রাণী খাওয়া শুরু করেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, আসিদুল ছোটবেলা থেকেই সাহসী স্বভাবের এবং নানা রকম ব্যতিক্রমী কাজ করতে দেখা যেত তাকে। বর্তমানে তিনি গ্রামজুড়ে পরিচিতি পেয়েছেন এবং গ্রামবাসীরা তার এই জনপ্রিয়তা দেখে আনন্দিত।