রকিবুল হাসান মুন্না
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:৩০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী। তাদের এই উদ্যোগ 'প্রজেক্ট স্বচ্ছ' বর্তমানে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
রংপুর শহরের লালবাগ সংলগ্ন রেল কলোনির ১০ জন নারীকে নিয়ে দুই মাসব্যাপী এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এর প্রধান লক্ষ্য ছিল নারীদের হাতে তৈরি সাবান বানানোর প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ শেষে এই নারীরা এখন প্রাকৃতিক উপাদানে তৈরি সাবান তৈরি করে বাজারজাত করছেন।
প্রকল্পের অন্যতম উদ্যোক্তা রূপা চক্রবর্তী বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো অনগ্রসর নারীদের স্বাবলম্বী ও স্বাস্থ্য সচেতন করে তোলা। প্রাথমিকভাবে ১০ জনকে নিয়ে শুরু করলেও ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে।"
এই প্রকল্পের একজন সুবিধাভোগী মোর্শেদা আক্তার জানান, "আমরা এখান থেকে শিখেছি কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সাবান তৈরি করা যায়। পাশাপাশি, স্বাস্থ্য সচেতনতার গুরুত্বও আমরা উপলব্ধি করেছি।" আরেক অংশগ্রহণকারী নার্গিস বেগম বলেন, "আগে আমরা খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোওয়ার অভ্যাস ছিল না। এখন বুঝতে পেরেছি কীভাবে জীবাণু ছড়ায়। আমরা এখন নিজেদের তৈরি সাবান ব্যবহার করছি, যা বাজারের সাবানের চেয়ে অনেক ভালো।"
নিম, অ্যালোভেরা, হলুদসহ বিভিন্ন ভেষজ উপাদানে তৈরি 'প্রজেক্ট স্বচ্ছ'-এর সাবান ইতিমধ্যেই অনলাইন ও স্থানীয় বাজারে জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ স্থানীয় নারীদের জীবনে নতুন আশা জাগিয়েছে।