সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:০৯ পিএম
আসন্ন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, আওয়ামী লীগ না থাকলেও জামায়াত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী দল। তাই জামায়াতের ব্যাপারে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার (১ সেপ্টেম্বর) নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু তার বক্তব্যে বলেন, ৪৭ বছর আগে শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন হত্যাকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। ওয়ান-ইলেভেনের পর বেগম খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখা হয় এবং তারেক রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পঙ্গু অবস্থায় বিদেশে যেতে বাধ্য করা হয়। সারা দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন, গুম, নির্যাতন ও মামলা দিয়ে তারা ভেবেছিল, এই বুঝি বিএনপি শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী দল। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন বাংলাদেশে বিএনপি থাকবে। সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব এবং সদস্য শহিদুল ইসলাম বাচ্চু বক্তব্য দেন। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।