সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:৩৬ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখেরও বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে তাদের অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে হাইকোর্ট একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের ১৩ পৃষ্ঠার এই গুরুত্বপূর্ণ রায়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এই রায়ের ফলে সারাদেশে কর্মরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি জানান, ২০১৯ সালে এমপিওভুক্ত প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর অবসরকালীন সুবিধা পেতে দেরি হওয়ার বিষয়ে একটি রিট দায়ের করা হয়েছিল। রিটে বলা হয়, ২০১৭ সাল পর্যন্ত শিক্ষকদের বেতন থেকে ৬ শতাংশ কেটে নিয়ে অবসরের পর সেই সুবিধা প্রদান করা হতো। কিন্তু ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও সুবিধা প্রদানের ক্ষেত্রে সেই ৬ শতাংশের হারই বহাল রাখা হয়।
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, রিটের মূল উদ্দেশ্য ছিল যেন ১০ শতাংশ কর্তনের বিপরীতে বর্ধিত সুবিধা প্রদান করা হয়। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এই রুল জারি করে এবং রায়ে আদালত বলেন, ১০ শতাংশ কেটে নেওয়া হলেও তাদের যেন বাড়তি সুবিধা দেওয়া হয় এবং একইসঙ্গে অবসরের ছয় মাসের মধ্যে যেন তাদের অবসরকালীন সুবিধা প্রদান করা হয়। এই রায় দেশের শিক্ষক সমাজের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে।