মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নির্বাচন কর্মকর্তাদের প্যানেল গঠনের নির্দেশ দিল ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:০৮ পিএম

নির্বাচন কর্মকর্তাদের প্যানেল গঠনের নির্দেশ দিল ইসি

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে এই প্যানেল প্রস্তুত করে ইসি সচিবালয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করতে হবে। এই তালিকা প্রণয়নে জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগৃহীত তথ্য থেকে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে তাদের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। চিঠিতে প্যানেলে অন্তর্ভুক্তির যোগ্যতা ও মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়াও, নারী ভোটকেন্দ্রের চাহিদা বিবেচনা করে পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন একটি দক্ষ ও ভারসাম্যপূর্ণ ভোটগ্রহণ দল গঠন করতে চাইছে।