মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

হামজাকে ছাড়াই খেলার প্রস্তুতি, নেপাল সফরে পূর্ণ দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৫ এএম

হামজাকে ছাড়াই খেলার প্রস্তুতি, নেপাল সফরে পূর্ণ দল

ছবি- সংগৃহীত

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, তবে কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, তাকে ছাড়াই দল প্রস্তুত। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় দলের অনুশীলন শেষে কোচ হাভিয়ের কাবরেরা গণমাধ্যমকে জানান, হামজার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফের ম্যানেজমেন্ট। তিনি বলেন, 'এই দলটি নেপাল সফরের জন্য পুরোপুরি প্রস্তুত। যদি সে শেষ পর্যন্ত না-ও আসতে পারে, তাতে কোনো সমস্যা হবে না।' তবে দলের অধিনায়ক তপু বর্মণ কোচ থেকে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, 'আমাদের অনেক কিছু হামজাকে দিয়ে শুরু হয়। তার ব্যস্ত সূচি আছে। যদি সে আসতে না পারে, আমাদের কিছুটা কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে।

নেপালের বিপক্ষে এই দুটি ম্যাচ মূলত আগামী ৯ অক্টোবর শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। তপু বর্মণ মনে করেন, নেপাল ও হংকংয়ের খেলার ধরনে মিল রয়েছে, কারণ দুই দলই লো ডিফেন্স করে। তাই নেপালের বিপক্ষে ম্যাচটি হংকংয়ের বিপক্ষে খেলার জন্য সহায়ক হবে। কাঠমান্ডুতে প্রথম ম্যাচ খেলতে মাত্র ৫ দিন হাতে থাকলেও তপু সমন্বয়ের জন্য এই সময়কে যথেষ্ট বলে মনে করছেন।

নেপালের আবহাওয়া এবং উচ্চতা নিয়ে সামান্য শঙ্কা প্রকাশ করলেও ভেন্যু নিয়ে কোনো বাধা নেই বলে জানা গেছে। যদিও নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি, তবে প্রীতি ম্যাচ আয়োজনে কোনো বাধা নেই। তাই ৬ ও ৯ সেপ্টেম্বরের দুই ম্যাচই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।