মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

খেলাধুলায় নতুন মাত্রা: নেইমারকে বাদ পড়ার কারণ ফাঁস করলেন নিজে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:০৯ পিএম

খেলাধুলায় নতুন মাত্রা: নেইমারকে বাদ পড়ার কারণ ফাঁস করলেন নিজে

ছবি - সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৫ সদস্যের এই দলে নেই দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়র। শুরুতে কোচ আনচেলত্তি নেইমারের বাদ পড়ার কারণ হিসেবে চোটের কথা বলেছিলেন। কিন্তু নেইমার এবার নিজেই জানালেন ভিন্ন কথা। তার দাবি, চোট নয় বরং কোচের কৌশলগত সিদ্ধান্তের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে।

দল ঘোষণার আগে নেইমারের নতুন করে চোট পাওয়ার খবর সামনে এসেছিল। এ কারণেই আনচেলত্তির ব্যাখ্যায় খুব বেশি বিতর্ক তৈরি হয়নি। কোচ তখন বলেছিলেন, 'নেইমারের ছোটখাটো চোট আছে। তাকে নতুন করে মূল্যায়নের দরকার নেই। সবাই জানে সে কী করতে পারে। আমরা তাকে জাতীয় দলকে সাহায্য করার জন্য সেরা অবস্থায় চাই।'

তবে সম্প্রতি ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর নেইমার জানান, 'অ্যাডাক্টরে কিছুটা ফোলা ও অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়। এর প্রমাণ হলো আজ আমি পুরো ম্যাচ খেলেছি। কয়েকটা অনুশীলন বাদ দিয়েছিলাম এবং বিশ্রামও নিয়েছিলাম।' এরপর জাতীয় দল থেকে বাদ পড়া প্রসঙ্গে নেইমার বলেন, 'আমাকে বাদ দেওয়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত এবং আমি তা সম্মান করি। আমি এখন দলে নেই, তাই বাইরে বসেই দলকে সমর্থন করব।'

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর তারা বলিভিয়ার বিপক্ষে খেলবে। বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে আনচেলত্তির ব্রাজিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।