মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
ব্রেকিং নিউজ

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:৩৯ পিএম

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এভারগ্রীন নামে একটি পরচুলা তৈরির কারখানায় তিন দিন ধরে চলে আসা শ্রমিক অসন্তোষ আজ সহিংস রূপ নেয়।

মঙ্গলবার সকালে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হাবিব (২১) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি নীলফামারী সদরের কাজীরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে।

সংঘর্ষে আহত কয়েকজন শ্রমিককে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।