মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:১৫ পিএম

নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

ছবি - সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছিল। তারা সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।