বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দিনাজপুর

এএসপির গ্রেপ্তারের দাবিতে সারারাত জেগে এসপি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৫, ১২:৪৩ পিএম

দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাজোয়া যান ব্যবহারের ঘটনাকে ব্যঙ্গ করে দেওয়া স্ট্যাটাসের প্রতিবাদে বুধবার রাত থেকে তারা দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাত ৮টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে গভীর রাত পর্যন্ত। আন্দোলনকারীরা জানায়, “শুধু অপসারণ নয়, আমরা এএসপি মোসফেকুর রহমানের গ্রেপ্তারও চাই। না হলে আন্দোলন চলবে সারারাত, চলবে লাগাতার।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে সহায়তা করেছেন, তা নিয়ে এএসপি ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তাঁর স্ট্যাটাস ছিল:
“ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি” — যা আন্দোলনকারীদের মতে সরাসরি এনসিপির বিপদাপন্ন নেতাদের নিয়ে বিদ্রূপ।

ফয়সাল মোস্তাক, আন্দোলনের একজন শীর্ষ সংগঠক, বলেন,
“এই পুলিশ কর্মকর্তা শুধু ব্যঙ্গই করেননি, অতীতে জুলাই আন্দোলনের সময়ও পুলিশি দমন-পীড়নের নেতৃত্ব দিয়েছিলেন। আজও তিনি ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।”

পুলিশ সুপার মারুফাত হোসাইন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং বলেছেন,
“প্রাথমিকভাবে তাকে দায়িত্ব ও জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে আন্দোলনকারীরা এটুকুতে সন্তুষ্ট নন। তারা রাত থেকে এখন পর্যন্ত গেটে অবস্থান করছেন, গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।