জুলাই ১৭, ২০২৫, ০৫:২৭ পিএম
তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে নীলফামারীতে অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” স্মরণে বিশেষ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (১৭ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করে স্থানীয় সংগঠন ‘তারুণ্যের আলো সেবা সংঘ, নীলফামারী’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের পরিচালক মোঃ রাশেদুজ্জামান জিহাদ।
প্রতিযোগিতায় জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে একটি বিশেষ পর্বে সাধারণ শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। পরে অতিথিবৃন্দ তারুণ্যের আলো সেবা সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণদের মাঝে ইতিহাস, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলা।” স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এমন উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পেয়েছে এবং এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়েছে তরুণ সমাজে।
আপনার মতামত লিখুন: