শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আন্তর্জাতিক চুক্তি করতে না পারার মূল কারণ প্রস্তুতির ঘাটতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৫, ১২:২২ পিএম

আন্তর্জাতিক চুক্তি করতে না পারার মূল কারণ প্রস্তুতির ঘাটতি

আন্তর্জাতিক অঙ্গনে চুক্তি করতে না পারার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে প্রস্তুতির ঘাটতি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানের চুক্তি সম্পাদনের জন্য যে ধরনের প্রস্তুতি, গবেষণা ও কৌশলগত পরিকল্পনা দরকার, তার অভাবেই বাংলাদেশসহ অনেক দেশ কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না।

বিশেষ করে তথ্য-উপাত্ত সংগ্রহ, বাজার বিশ্লেষণ, আইনগত দিক ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় চুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব পড়ছে। আন্তর্জাতিক চুক্তি সফল করতে হলে সংশ্লিষ্টদের আরও দক্ষতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রস্তুতির ঘাটতি দ্রুত কাটিয়ে উঠতে হবে।

এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক চুক্তি নিয়ে সাম্প্রতিক আলোচনায় এসব বিষয় উঠে এসেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।