শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে বিশেষ অভিযান, পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৫, ১১:০৯ এএম

গোপালগঞ্জে বিশেষ অভিযান, পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ঘিরে বুধবারের সহিংসতার পর পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও কিছুটা থমথমে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল রাত আটটা থেকে জারি হওয়া কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। পুলিশের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দিনাজপুর টিভিকে জানিয়েছেন, "গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে।" তিনি আরও জানান, "গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।"

পুলিশ সূত্রে খবর, গতকালের ঘটনায় বেশ কিছু গ্রেফতারও করা হয়েছে, তবে গ্রেফতারের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো নতুন সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে।