জুলাই ১৮, ২০২৫, ০১:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে ভুল তথ্য সম্প্রচার করে পরে তা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ ও এআরওয়াই নিউজ। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে সংবাদ পরিবেশনায় যাচাই-বাছাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথমে জিও নিউজ এবং এআরওয়াই নিউজ উভয় চ্যানেলই প্রচার করে যে, আগামী সেপ্টেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যেতে পারেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে, এই খবর প্রকাশের পরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে এমন কোনো সফরের তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার পর পরই জিও নিউজ এবং এআরওয়াই নিউজ উভয়েই তাদের প্রচারিত সংবাদ তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়।
জিও নিউজ তাদের এক বিবৃতিতে বলেছে, “যাচাই ছাড়াই খবর প্রচারের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।” এআরওয়াই-এর একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, পররাষ্ট্র দপ্তর যখন নিশ্চিত করে যে তারা ট্রাম্পের সফর সম্পর্কে কিছু জানেন না, তখন তারা নিউজটি সরিয়ে নিয়েছেন।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকেও স্পষ্ট জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তান সফরের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।
উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাকিস্তান সফরের পর আর কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেননি। সাম্প্রতিক সময়ে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এক অভূতপূর্ব বৈঠক করেন। এরপর থেকেই মনে করা হচ্ছে যে, পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের সম্ভাব্য পাকিস্তান সফরের খবর আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছিল। কিন্তু সংবাদমাধ্যমগুলোর যাচাই না করে খবর প্রকাশ এবং পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আপনার মতামত লিখুন: