শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
জামায়াতের সমাবেশ

ঢাকায় জামায়াতের সমাবেশ: রাজশাহী থেকে আসছে বিশেষ ট্রেন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০৪:৩৮ পিএম

ঢাকায় জামায়াতের সমাবেশ: রাজশাহী থেকে আসছে বিশেষ ট্রেন

ঢাকায় ১৯ জুলাই জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করতে রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ থেকে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। রাজশাহী থেকে একটি ট্রেনের জন্য ১২ লাখ টাকা পরিশোধ করেছে দলটি। ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি।

 রাজধানী ঢাকায় আগামীকাল ১৯ জুলাই (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আনতে দলটি তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই বিশেষ ট্রেনগুলো বরাদ্দের অনুমোদন দিয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবিরের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। প্রতিটি ট্রেনই অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য নির্ধারিত পাওনা পরিশোধ সাপেক্ষে চলাচল করবে।

রাজশাহী-ঢাকা রুটে সমাবেশের জন্য একটি পূর্ণাঙ্গ বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, তারা মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেকটি ভাড়া নিয়েছেন। ১৪ বগির এই ট্রেনের ১,১৭৯টি আসনের জন্য প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

ট্রেনটি ১৮ জুলাই দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে ১৯ জুলাই ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ২০ জুলাই রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে ফিরবে। পথে ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান এবং সরদহ রোড স্টেশনে থামবে।

ইমাজ উদ্দিন মন্ডল আরও বলেন, "ট্রেন ছাড়াও প্রতিটি উপজেলা থেকে ৭ থেকে ১০টি করে বাস রিজার্ভ করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর থেকে আমাদের লক্ষ্য প্রায় ১২ লাখ নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত করা।"

সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ: এই রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে এবং সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাবে।

ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ: এই রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এই বিশেষ ট্রেনগুলো ছাড়াও জামায়াতের পক্ষ থেকে বিপুল সংখ্যক বাস ও অন্যান্য যানবাহন রিজার্ভ করার খবর পাওয়া গেছে, যা তাদের ব্যাপক প্রস্তুতির ইঙ্গিত দেয়। রাজনৈতিক কর্মসূচির জন্য পুরো ট্রেন ভাড়া করার ঘটনা বিরল হলেও এর আগেও এমন নজির রয়েছে। জামায়াতের এই বিশাল আয়োজন জাতীয় রাজনীতিতে তাদের অবস্থান জানান দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।