শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
গোপালগঞ্জ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫৭৫

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০৭:৩৬ পিএম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫৭৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে উত্তাপ বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা' কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত বুধবার (১৬ জুলাই, ২০২৫) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনা ঘটে। এই ঘটনায় জেলায় চরম উত্তেজনা দেখা দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান আজ শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার সকালে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের উলপুর এলাকায় পুলিশ নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিল। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারপিট করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই হামলায় পরিদর্শক আহমদ বিশ্বাসসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

ওসি সাজেদুর রহমান আরও জানান, এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে বুধবার রাতে ১৪ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজির করা ১৬ জন আসামির মধ্যে ১২ জনকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।