মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মাতৃত্বের পর প্রথমবার বিমানবন্দরে দীপিকা, স্টাইলে মুগ্ধ ভক্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:৩৭ এএম

মাতৃত্বের পর প্রথমবার বিমানবন্দরে দীপিকা, স্টাইলে মুগ্ধ ভক্তরা

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে হাজির হয়ে আবারও ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন। মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশের পরও তার ফ্যাশন সেন্স যেন আরও মার্জিত হয়েছে। তার এই স্টাইলিশ এয়ারপোর্ট লুক মুগ্ধ করেছে ভক্তদের।

লাল সোয়েটার ও নীল জিন্সের সাধারণ কিন্তু মার্জিত সমন্বয়ে দীপিকা এদিন নিজেকে উপস্থাপনা করেন। এর সঙ্গে ছিল বাদামি বুট ও ম্যাচিং হ্যান্ডব্যাগ, এবং বরাবরের মতো বড় আকারের সানগ্লাস। খোঁপায় গোছানো চুল ও উজ্জ্বল হাসিতে তার এই ক্যাজুয়াল লুক এক অসাধারণ শৈলীতে পরিণত হয়। তার মাতৃত্বের পরেও ফিটনেস ও স্টাইলিশ লুক দেখে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন।

দীপিকার এদিনের উপস্থিতি কেবল তার ফ্যাশন নিয়েই নয়, বরং আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সম্প্রতি তার কন্যা দুয়ার মুখ অনিচ্ছাকৃতভাবে একটি ভিডিওতে প্রকাশ পেয়েছিল, যা দ্রুত ভাইরাল হয়। দীপিকা সেই ভিডিও ধারণকারীর সঙ্গে সরাসরি কথা বলে সন্তানের গোপনীয়তা রক্ষা তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে স্পষ্ট করে দেন। নেটিজেনরাও এই বিষয়ে দীপিকার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি দীপিকা তার কর্মক্ষেত্রেও সমান সক্রিয়। তিনি শিগগিরই অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনী ছবি ‘এএ ২২xএ৬’-এ দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও ‘কিং’ ছবিতে তিনি শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে জুটি বাঁধবেন, যা তিন প্রজন্মের অভিনেতার একসাথে কাজের এক বিরল সুযোগ।