মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বিতর্কের মাঝে শুভশ্রীকে নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা দেব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৪৩ এএম

বিতর্কের মাঝে শুভশ্রীকে নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা দেব

ছবি- সংগৃহীত

সম্প্রতি অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে করা এক মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে এবার মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তিনি দাবি করেছেন, তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং শুভশ্রীর প্রতিক্রিয়া ভালোবাসারই বহিঃপ্রকাশ।

দীর্ঘদিন পর দেব ও শুভশ্রীর জুটি বড়পর্দায় ফিরেছে তাদের নতুন সিনেমা ‘ধূমকেতু’র মাধ্যমে। তবে সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। দেব এক সাক্ষাৎকারে বলেন, এখন যদি ‘ধূমকেতু’ বানানো হতো, তবে শুভশ্রীকে হয়তো আর নায়িকা হিসেবে নেওয়া হতো না, কারণ দুই সন্তানের মা হওয়ায় তার ‘মুখের সারল্য’ আগের মতো নেই। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দেবের এমন মন্তব্যকে ‘অসম্মানজনক’ উল্লেখ করে শুভশ্রীও তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে এমন মন্তব্য দুঃখজনক।

তীব্র সমালোচনার পর দেব এবার সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, তার মন্তব্যটি ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেব বলেন, তিনি শুধু শুভশ্রীকে নিয়ে এমন কথা বলেননি, বরং নিজেকে নিয়েও একই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এখন ‘ধূমকেতু’ তৈরি হলে তাকেও আগের চরিত্রে কাস্টিং করা হতো না, কারণ তিনিও আগের মতো নেই। তিনি আরও বলেন, তিনি সবসময় শুভশ্রীকে একজন সুপারস্টারের মতোই সম্মান দিয়েছেন এবং তার এই প্রতিক্রিয়া অভিমান নয়, বরং ভালোবাসারই প্রকাশ। দেব জানান, বিতর্কের পর তিনি নিজে শুভশ্রীকে ফোন করে জানতে চেয়েছিলেন, তার খারাপ লেগেছে কিনা। শুভশ্রী তখন জানিয়েছিলেন, কিছু হয়নি। এরপরও তিনি তাদের সম্পর্ক অটুট রাখতে চান এবং শুভশ্রীর ভালো কামনা করেন।