সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:২২ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধারাবাহিক আলোচনাকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেন ড. ইউনূস। সেই বৈঠকে নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আগের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে। এই ধারাবাহিক বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।