মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন রাজসাক্ষী মামুন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৪৭ এএম

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন রাজসাক্ষী মামুন

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তার জবানবন্দি রেকর্ড করা হবে।

এর আগে গত ১০ জুলাই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। সেই সময় তিনি বলেন, 'জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে' তার সংশ্লিষ্টতা ছিল এবং তিনি সব রহস্য উন্মোচন করতে চান। তিনি আরও বলেন, এই গণহত্যার ব্যাপারে যত সত্য আছে, তা তিনি জানাতে চান। ট্রাইব্যুনাল তার এই আবেদন মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়।

গত ১২ মে তদন্ত সংস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা সংক্রান্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অন্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষ হত্যার নির্দেশ ও পরিকল্পনা করা হয়েছিল।