মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বিদেশে থেকেও চট্টগ্রামে আদালতে ‘সশরীরে’ হাজির আসামি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০০ এএম

বিদেশে থেকেও চট্টগ্রামে আদালতে ‘সশরীরে’ হাজির আসামি

ছবি- সংগৃহীত

অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। যে আসামি প্রায় দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন, আদালতের নথি বলছে তিনি নিয়মিত চট্টগ্রামে আদালতে সশরীরে হাজিরা দিচ্ছেন। এই ঘটনাটি এখন আদালতপাড়ায় আলোচনার প্রধান বিষয়। প্রশ্ন উঠেছে, আসামির ছদ্মবেশে আদালতে আসলে কে হাজির হচ্ছেন?

চট্টগ্রামের পাথরঘাটার বাসিন্দা সাইফুল ইসলাম সানি ২০২৩ সালের আগস্টে দেশ ছাড়েন। তার পাসপোর্ট ও ভ্রমণ নথি নিশ্চিত করছে, তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন। অথচ, ২০২৩ সালের জানুয়ারিতে দায়ের করা চোরাই পণ্য কেনাবেচার একটি মামলায় আদালত নথিতে দেখা যাচ্ছে, সানি গত এপ্রিল ২০২৪ সাল থেকে আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মাদ শাহজাহান বলেন, সানি বিদেশে থাকা সত্ত্বেও আদালতে হাজির দেখানো হচ্ছে। এ বিষয়ে আদালত আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে পাসপোর্টসহ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের অভিযোগ, সাইফুল ইসলাম সানির ছোট ভাই তাহসান ইসলাম সোহাম বড় ভাইয়ের ছদ্মবেশে আদালতে হাজির হচ্ছেন। এটি প্রমাণিত হলে এটি ফৌজদারি অপরাধ এবং সরাসরি আদালতের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রসিকিউশনের কর্মকর্তারা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক আকতার কবির চৌধুরী বলেন, এই ঘটনাটি ন্যায়বিচারের অন্তরায়, দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসানও এই প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।