মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
উপদেষ্টাদের দায়সারা বক্তব্য

অন্তর্বর্তী সরকারে সমন্বয়হীনতা, প্রকাশ্যে এলো উপদেষ্টাদের বক্তব্যে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৯ এএম

অন্তর্বর্তী সরকারে সমন্বয়হীনতা, প্রকাশ্যে এলো উপদেষ্টাদের বক্তব্যে

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে সুস্পষ্ট সমন্বয়হীনতা দেখা দিয়েছে। কোনো কোনো উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্যে এই অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্য হয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করেছে। সম্প্রতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য সরকারের ভেতরের সমন্বয়হীনতার চিত্র তুলে ধরেছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে এই হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। অন্যদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই হামলার দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। উপদেষ্টাদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে এবং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নুরের ওপর হামলার ঘটনাকে 'মব ভায়োলেন্স' হিসেবে আখ্যায়িত করে সেনাবাহিনীর দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এদিকে, সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজবের কারণে জনগণের মনে অস্থিরতা ও অস্বস্তি বাড়ছে। প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, বাংলাদেশের ওপর দিয়ে একটি ঝড় বয়ে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।