সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:৪২ এএম
বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের চূড়ান্ত রায় ঘোষণা শুরু করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা শুরু করে।
এই মামলার মূল বিতর্কটি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে। ১৯৭২ সালের মূল সংবিধানে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। কিন্তু বর্তমান সংশোধিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে এই দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়েছে, যার ফলে নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের ওপর পড়ার আশঙ্কা তৈরি হয়। এই অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণার জন্য গত বছর ২৫ আগস্ট ১০ জন আইনজীবী একটি রিট আবেদন দায়ের করেন।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল গত ১৩ আগস্ট। এর আগে মামলাটি বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির অপেক্ষায় ছিল, কিন্তু তার আপিল বিভাগে নিয়োগের পর প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দেন। রিটের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এই মামলায় শুনানি করেন।