মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:১৪ এএম

শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন

ছবি - সংগৃহীত

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এর আগে মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে উঠে এসেছে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া, মরদেহ পোড়ানো এবং শেখ হাসিনার নির্দেশে গুলি চালানোর মতো ঘটনার বিস্তারিত বর্ণনা।

এই গুরুত্বপূর্ণ মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। জানা গেছে, আইজিপি মামুন এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। তাকে প্রতিদিন সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হাজির করা হয় এবং শিগগিরই তার সাক্ষ্য নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।