শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হাসপাতালে বিজয়: ডেঙ্গুতে আক্রান্ত, কেমন আছেন অভিনেতা?

বিনোদন ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০২:৪২ পিএম

হাসপাতালে বিজয়: ডেঙ্গুতে আক্রান্ত, কেমন আছেন অভিনেতা?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আসন্ন সিনেমা 'কিংডম'-এর মুক্তির ঠিক আগে অভিনেতার এই অসুস্থতার খবরে তাঁর ভক্তমহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিজয় দেবেরাকোন্ডা। জ্বর না কমায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাঁর ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আশা করা হচ্ছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই বিজয় দেবেরাকোন্ডা অভিনীত বিগ বাজেটের স্পাই অ্যাকশন থ্রিলার 'কিংডম' মুক্তি পাওয়ার কথা। স্বাধীনতা-পরবর্তী সিংহল-তামিল সংঘাতের পটভূমিতে নির্মিত এই ছবিটি নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। ছবির প্রচারের ব্যস্ততার মধ্যেই বিজয়ের অসুস্থতা নিঃসন্দেহে তাঁর ভক্তদের পাশাপাশি ছবির নির্মাতাদেরও চিন্তায় ফেলেছে। যদিও অভিনেতা বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে ভারতীয় গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।

 বিজয় দেবেরাকোন্ডা দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনীত 'অর্জুন রেড্ডি' সহ বেশ কয়েকটি ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। 'কিংডম' তাঁর একটি প্রতীক্ষিত ছবি যা বেশ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসছে। এই সময়ে তাঁর অসুস্থতা স্বাভাবিকভাবেই তাঁর ক্যারিয়ার এবং ছবির বক্স অফিসের উপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।