বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ছেলের বিয়ের আলোকসজ্জার কারণে প্রাণ গেল বাবার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৬:৫৫ পিএম

ছেলের বিয়ের আলোকসজ্জার কারণে প্রাণ গেল বাবার

ছবি- সংগৃহীত

বিয়ে প্রতিটি পরিবারে আনন্দের উপলক্ষ নিয়ে আসে। এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে আলোকসজ্জা একটি অবিচ্ছেদ্য অংশ। তবে, অনেক সময় অসাবধানতা বা ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে এই আনন্দ বিষাদে পরিণত হতে পারে। সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের বিয়ের আলোকসজ্জার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবার মর্মান্তিক মৃত্যু এমনই এক হৃদয়বিদারক ঘটনা, যা নিরাপত্তা সচেতনতার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার বিস্তারিত: স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। ওই তারটি ছেঁড়া ছিল, যার মাধ্যমে গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের আয়োজন মুহূর্তেই শোকে পরিণত হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।