শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ১০:৪২ এএম

শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত

ছবি- সংগৃহীত

শিশু নির্যাতনের ঘটনা সমাজে গভীর ক্ষোভের সৃষ্টি করে। মাগুরায় শিশু আছিয়া খাতুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। এমন পরিস্থিতিতে, অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে মানবিক উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটি পাকা ঘর ও দুটি গাভী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করে পরিবারটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়েছে, যা তাদের জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।

মাগুরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচিত শিশু আছিয়া খাতুনের বাড়িতে ঘর ও গাভী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির এমবি বাকেরসহ অন্যান্য নেতারা।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন বলেন, "আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থিক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুরসহ দুটি গাভী দেওয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, গরুর খাবার এবং চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে। "এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।"

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

এদিকে ঘর এবং গাভী পেয়ে জামায়াতে ইসলামীর নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম।