রকিবুল হাসান মুন্না
জুলাই ৩১, ২০২৫, ০৫:৫৯ পিএম
প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এখনও পরিচ্ছন্নতা কর্মীর তীব্র সংকটে ভুগছে। ৭৫ একরের বিশাল ক্যাম্পাসে মাত্র ১০ জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, হল, প্রশাসনিক ভবনসহ অন্যান্য স্থান পরিষ্কার রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে চারটি একাডেমিক ভবনে চারজন, তিনটি আবাসিক হলে তিনজন, লাইব্রেরি ও প্রশাসনিক ভবনে দুজন এবং উপাচার্যের বাংলোয় একজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী প্রতিটি তলায় একজন কর্মী নিয়োগের বদলে ভবনপ্রতি একজন করেই দায়িত্ব পালন করছেন, যা চরম জনবল সংকটের প্রমাণ।
একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বর্ষাকালে কাদা-পানিতে ভবনের সিঁড়ি ও করিডোর ব্যবহার অনিরাপদ হয়ে পড়ে। বিশেষ করে সম্প্রসারণাধীন কবি হেয়াত মামুদ ভবন, একাডেমিক ভবন-২ এবং ক্যাফেটেরিয়া ভবনগুলো সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন থাকে। সিঁড়িতে জমে থাকা পানি ও কাদায় পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
এ বিষয়ে কবি হেয়াত মামুদ ভবনের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, "একটা পুরো ভবনের দায়িত্ব একজন পরিচ্ছন্নতা কর্মীর ওপর দিলে তারা ঠিকভাবে কোনো জায়গাই পরিষ্কার রাখতে পারেন না। ফলে আমরা কষ্টে যাতায়াত করি।"
একইসঙ্গে একাডেমিক ভবন-৩ এর শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, "ক্যাম্পাসে নির্মাণ সামগ্রীও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে বাধা সৃষ্টি করছে। দ্রুত কর্মী নিয়োগ এখন সময়ের দাবি।"
এক পরিচ্ছন্নতা কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমি একাই পুরো ভবনের কাজ করি। এক ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আরেক জায়গা থেকে ডাক পড়ে। তখন কিছুই ঠিকমতো করা যায় না।"
পরিচ্ছন্নতা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-রেজিস্ট্রার লোকমান হাকিম জানান, "আমরা ইউজিসির কাছে নতুন নিয়োগের জন্য আবেদন করব। পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমেও কিছু কর্মী নিয়োগের চিন্তা চলছে।"
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, "আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। ইউজিসিকে বিষয়টি জানানো হয়েছে। যদিও তারা প্রাথমিকভাবে আউটসোর্সিংয়ে নিষেধ করেছে। এর আগের অনিয়মের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, ক্যাম্পাসের পরিবেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ারও আহ্বান জানান।
আপনার মতামত লিখুন: