বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বেরোবিতে রি-আর্থ ক্লাবের নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

রকিবুল হাসান মুন্না

জুলাই ৩০, ২০২৫, ০৯:৩৪ পিএম

বেরোবিতে রি-আর্থ ক্লাবের নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

ছবি- রকিবুল হাসান মুন্না | দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ পরিবেশভিত্তিক সংগঠন রি-আর্থ ক্লাব-এর আয়োজনে উদযাপিত হয়েছে 'নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৫'। আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, "নবীনদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ সময়োপযোগী। রি-আর্থ ক্লাবের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিশেষ অতিথি প্রফেসর এমদাদুল হক বলেন, "রি-আর্থ ক্লাবের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ গঠনে সহায়ক হবে।"

নবীন শিক্ষার্থী হুরানি মদিনা লিসা বলেন, "আজকের আয়োজন থেকে অনেক কিছু শিখেছি। পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করা যায় তা জানার সুযোগ হয়েছে।"

রি-আর্থ ক্লাবের আহ্বায়ক তাসবিন শাকিব বলেন, "পৃথিবীর বর্তমান সংকটের মূল কারণ মানুষের ভোগবাদী মনোভাব। এই ক্লাবের মাধ্যমে আমরা সমস্যার মূল চিহ্নিত করে টেকসই সমাধান খুঁজে বের করতে চাই।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক নানা পরিকল্পনা তুলে ধরা হয় এবং নবীনদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।