শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সাঘাটায় জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোস্তাফিজুর রহমান

জুলাই ৩১, ২০২৫, ০৫:২১ পিএম

সাঘাটায় জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি- মোস্তাফিজুর রহমান | দিনাজপুর টিভি

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে গ্রেফতার করা হয়েছে ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদের হলরুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, "আমরা 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে গ্রেফতার করেছি। পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।