আগস্ট ১, ২০২৫, ১১:১৩ এএম
রাশিয়া গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) জানিয়েছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাসিভ ইয়ার দখল করেছে। শহরটি বাখমুত থেকে মাত্র কয়েক মাইল পশ্চিমে অবস্থিত। মস্কো দাবি করছে, প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধের পর তারা শহরটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
তবে ইউক্রেন এই রুশ দাবি অস্বীকার করেছে। দেশটির ১১তম সেনা কর্পস জানিয়েছে, শহরের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে। যদিও ইউক্রেনীয় সেনাবাহিনী স্বীকার করেছে যে রুশ বাহিনী শহরের নিকটে আক্রমণ চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে রুশ সৈন্যরা শহরের কিছু এলাকায় অবস্থান নিয়েছে। তারা দাবি করেছে, ৪,২০০-রও বেশি ভবন পরিষ্কার করা হয়েছে এবং প্রায় ৫০ জন ইউক্রেনীয় সৈন্যকে বন্দি করা হয়েছে।
এক সময় ১২,০০০ মানুষের বসবাস করা চাসিভ ইয়ার এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, শহরটির নিয়ন্ত্রণ নিতে গিয়ে রুশ বাহিনীকে ব্যাপক প্রাণহানির মুখে পড়তে হয়েছে।
ইউক্রেনের একটি ওপেন-সোর্স ম্যাপিং সাইট ডিপস্টেট অনুযায়ী, কিয়েভের সেনারা এখনো শহরের পশ্চিমাংশে উপস্থিত রয়েছে। যদিও রাশিয়ার প্রকাশিত ভিডিওতে সৈন্যদের শহরের কিছু পাড়ায় পতাকা তুলতে দেখা গেলেও, বাস্তবে তারা পুরো নিয়ন্ত্রণে নেই বলে মনে করা হচ্ছে।
যদি চাসিভ ইয়ার রাশিয়ার হাতে যায়, তবে সেটি উচ্চভূমির নিয়ন্ত্রণ দেবে এবং স্লোভিয়ানস্ক, ক্রামাটোরস্ক ও কোস্ট্যান্টিনিভকা শহরের প্রতিরক্ষা সরাসরি হুমকির মুখে পড়বে। ইতিমধ্যেই ক্রামাটোরস্কে এক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়ে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও অগ্রসর হয়েছে। পোকরোভস্ক শহরটি তিনদিক থেকে ঘেরাও করা হয়েছে এবং রুশ ইউনিটগুলো দোনেৎস্ক ও দনিপ্রোপেট্রোভস্কের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় ড্রোন প্রতিরক্ষা এড়াতে রুশ বাহিনী তাদের কৌশলে পরিবর্তন এনেছে। তারা এখন ছোট ছোট দলে, পায়ে হেঁটে বা মোটরবাইকে চলাফেরা করছে।
সূত্র : সিএনএন