সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পর্যটন ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ১২:৫৬ পিএম

পর্যটন ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত

ছবি- সংগৃহীত

কুয়েত সরকার গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোতে (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন) বৈধভাবে বসবাসরত বিদেশিদের জন্য 'অন অ্যারাইভাল ভিসা' চালুর ঘোষণা দিয়েছে। এখন থেকে এই দেশগুলোতে বৈধ রেসিডেন্স পারমিট থাকা বিদেশিরা স্থল বা আকাশপথে কুয়েতে পৌঁছে সরাসরি পর্যটন ভিসা নিতে পারবেন।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ রবিবার (১০ আগস্ট, ২০২৫) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। সিদ্ধান্তটি সরকারি গেজেট ‘কুয়েত আলিয়ুম’-এ প্রকাশিত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, জিসিসিভুক্ত কোনো দেশে অন্তত ছয় মাসের বৈধ রেসিডেন্স পারমিট থাকলে সেই বিদেশি নাগরিকরা কুয়েতে আসার সঙ্গে সঙ্গেই ভিসা নিতে পারবেন।

এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে বসবাসরত বহু প্রবাসী উপকৃত হবেন, যারা কুয়েত ভ্রমণ করতে চান। এর ফলে দীর্ঘ ভিসা প্রক্রিয়া ছাড়াই তারা কুয়েতে ভ্রমণ করতে পারবেন। কুয়েত সরকার আশা করছে, এতে দেশটির পর্যটন খাত আরও গতিশীল হবে এবং জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ সহজ হবে।