সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ১০:৪৬ এএম

রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা

ছবি- সংগৃহীত

পারিবারিক বা প্রতিবেশীসুলভ বিরোধের জেরে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে প্রায়শই ঘটে থাকে। এসব ঘটনা সমাজের অভ্যন্তরে বিদ্যমান অসহিষ্ণুতা এবং বিচারহীনতার সংস্কৃতির একটি করুণ প্রতিফলন। রাজধানীর হাজারীবাগে রওশন আরা নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা তেমনই এক মর্মান্তিক উদাহরণ। এই ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫নং কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুনা আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।