বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে ঢাবি শিবিরের নানা কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৮:৪৩ পিএম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে ঢাবি শিবিরের নানা কর্মসূচি

ছবি- সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিগুলো গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা এবং এর স্মৃতিকে ধারণ করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাবি শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ।

লিখিত বক্তব্যে ফরহাদ বলেন, "আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবন উদযাপন উপলক্ষে ৫, ৬ ও ৭ আগস্ট মোট তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি আমরা। সর্বপ্রথম ৫ আগস্ট ভোর পাঁচটায় টিএসসি থেকে গণভবন অভিমুখে সাইকেল র‍্যালি করা হবে। সেখানে মোট ৫০০ জন রেজিস্ট্রেশনকারী ঢাবি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।"

কর্মসূচির বিস্তারিত: পরবর্তীতে টিএসসি অডিটরিয়ামে মঞ্চ নাটক, শহীদ পরিবারের স্মৃতিচারণ, প্ল্যানচেট বিতর্ক ও মূকাভিনয় পরিবেশিত হবে। এছাড়াও পরবর্তী দুদিন একই স্থানে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

ঢাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— শাখা শিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ।

এই কর্মসূচিগুলো ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মৃতিচারণ এবং এর উদ্দেশ্যগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ছাত্রশিবির আশা করছে।