সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

খেলনার মতো ভেঙে পড়া এফ-৩৫ কিনব না, সাফ জানিয়ে দিল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ০৩:০৫ পিএম

খেলনার মতো ভেঙে পড়া এফ-৩৫ কিনব না, সাফ জানিয়ে দিল ভারত

ছবি- সংগৃহীত

ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প নিজে সেই প্রস্তাব দিয়েছিলেন। তবে এবার ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা কার্যত হিমঘরে পাঠাচ্ছে ভারত। ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে, তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।

ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে ভারত প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি, সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও ভারতের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ক্যালিফর্নিয়ায় মার্কিন নৌসেনার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যা স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।

এর আগে, গত ১৪ জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ নেভির একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। প্রাথমিকভাবে জ্বালানি স্বল্পতার কথা বলা হলেও, পরে যান্ত্রিক ত্রুটির দাবি করা হয়। বিমানটি অক্ষত অবস্থায় অবতরণ করতে পারলেও, ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে সেটিকে সচল করা যায়নি।