জুলাই ৩১, ২০২৫, ১০:৩৭ পিএম
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম পবিত্র নগরী মক্কায় সমবেত হন। এই বিশাল সংখ্যক হজযাত্রীদের পরিবহণের জন্য বিমান পরিবহন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি ও অবকাঠামোর উন্নতির সাথে সাথে হজের যাত্রাপথ আরও সহজ ও দ্রুত হয়েছে। সাম্প্রতিক সময়ে, হজ মৌসুমে পরিচালিত ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থার ওপর হজের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে।
চলতি বছরের হজ মৌসুমে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এবং অভ্যন্তরীণভাবে ১ লাখ ৪০ হাজার ফ্লাইট পরিচালিত হয়েছে। যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি ছিল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।
আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৩ তারিখ থেকে ৮ জিলহজ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সৌদিতে ৭৪ হাজার ৯০২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। যা গেল বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। অপরদিকে ২৩ জিলহজ থেকে ১৫ মহরম পর্যন্ত সৌদি থেকে বাইরে গেছে ৬৬ হাজার ৭২টি ফ্লাইট। যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি।
এরমধ্যে শুধুমাত্র ২ জিলহজেই পরিচালিত হয়েছিল ২ হাজার ৩৩৮টি ফ্লাইট। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি ছিল।
সৌদি গ্যাজেট জানিয়েছে, সৌদির এয়ার নেভিগেশন সার্ভিস কোম্পানি (এসএএনএস) ২১৩টি এয়ারলাইন্সকে সেবা দিয়েছে।
প্রতিবছর জিলহজ মাসে হয় হজ। এ সময় বিশ্বের সব দেশ থেকে হাজার হাজার মানুষ পবিত্র নগরী মক্কায় উপস্থিত হন। আগে দূরদূরান্তের মানুষ জাহাজে করে হজে যেতেন। এতে অনেক সময় লাগত। বিমান যাত্রা সহজ ও সাশ্রয়ী হওয়ার পর থেকে বিদেশিরা বিমানকেই পরিবহণের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। এতে করে তাদের অনেক সময় বেঁচে যাচ্ছে।
আপনার মতামত লিখুন: