আগস্ট ১, ২০২৫, ০৭:০৩ পিএম
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন যে, 'জুলাই অভ্যুত্থান' নিয়ে প্রতিদিনই নতুন নতুন ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজ শুক্রবার (১ আগস্ট, ২০২৫) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতা করার সময় তিনি এ তথ্য দেন।
প্রেস সচিব বলেন, "জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১-এ দু-একটা ডকুমেন্টারি আছে–স্টপ জেনোসাইড। আর জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি ইউনিভার্সিটি কীভাবে তারা আন্দোলন করেছে, গণ-অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, আমাদের ছাত্রছাত্রীরা কীভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছে, ফ্যাসিস্টকে প্রতিহত করেছে–সেটা নিয়ে ওরা নিজেরা নিজেরা বারবার ডকুমেন্টারি তৈরি করছে।"
শফিকুল আলম তার বক্তব্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক আধিপত্য (কালচারাল হেজিমোনি) নিয়েও কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগের কালচারাল হেজিমোনিকে সারা জীবনের জন্য কীভাবে চেকমেট করা যায়–সেটা আমাদের দেখতে হবে।"