শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ০৯:৩৭ পিএম

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতা

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে "আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে একটি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে আয়োজিত হয়েছিল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক দীপাঙ্কর রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

এই আয়োজনে জেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকা ১১ জন স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মাঝে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ইতিহাস, চেতনা এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এই আয়োজনটি সম্পন্ন হয়েছে তারুণ্যের আলো সেবা সংঘ-এর উদ্যোগে এবং জেলা পরিষদ নীলফামারী-এর তত্ত্বাবধানে।